লামায় ঘরে বসে ইয়াবা বেচে ৩ যুবক, হাতেনাতে ধরল পুলিশ

লামায় ইয়াবা বেচাকেনার সময় হাতেনাতে তিন যুবককে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক বিলছড়ির মো. রহিমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন : ৩ হাজার ইয়াবা নিয়ে মহাসড়কে ঘুরছিল বৃদ্ধ

আটকরা হলেন- সাবেক বিলছড়ি গ্রামের মৃত সাহেব আলী ও রহিমা বেগমের ছেলে মো. রহিম (৩২), একই গ্রামের মো. আলী আজ্জন ও মাছুমা বেগমের ছেলে মো. মাসুম বিল্লাল এবং আব্দুল ওয়াহাব ও লুৎফুন্নেছার ছেলে মো. সুজন (১৯)।

পুলিশ জানায়, আটক মো. রহিমের সাবেক বিলছড়ি বাড়িতে ইয়াবা বেচাকেনার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

Yakub Group

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, ৫০ পিস ইয়াবাসহ আটক তিনজন হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

ইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।