লামার ৩ কেন্দ্রে দেওয়া হলো ফাইজারের টিকা

বান্দরবানের লামায় মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৭ বছর বয়সি ১ হাজার ৯৯৮ জন শিক্ষার্থীদের করোরোনার টিকা দেওয়া হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী তিন কেন্দ্রে ৫টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হয়।

টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ।

আরও পড়ুন : লামায় বিজয় দিবস—তোপধ্বনিতে শুরু, পরে প্রামাণ্যচিত্র

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার সকালে ১২ থেকে ১৭ বছর বয়সি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ফাইজার টিকার প্রথম ডোজ দেওয়া হয়। উপজেলার লামা সরকারি উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

এছাড়া লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামা আলিঙ্গন হাসপাতালে লামা সরকারি উচ্চ বিদ্যালয়, লামা পৌরসভা কার্যালয়ে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও সরকারি মাতামুহুরী কলেজের ছাত্র-ছাত্রীদের টিকা দেওয়া হয়েছে।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, পর্যায়ক্রমে লামা উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের এ টিকার আওতায় আনা হবে। প্রথমদিনে তিন কেন্দ্রে ৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৯৯৮ জন শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়েছে।

ইলিয়াস/সানি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!