বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (৮৩)। লাঠিতে ভর দিয়েই তাঁকে হাঁটতে হয়। এর মধ্যে তাঁর দেখা দিয়েছে স্মৃতিভ্রংশ। এ অবস্থায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে একটি পা ভেঙে যায় মোশাররফ হোসেনের। এখন তাঁকে লাঠিতে ভর করে চলাফেরা করতে হয়। হৃদযন্ত্রে পাঁচটি রিং প্রতিস্থাপন ছাড়াও স্মৃতিভ্রংশের মতো সমস্যায় ভুগছেন তিনি। আপনজনদেরও ঠিকমতো চিনতে পারেন না তিনি।
আরও পড়ুন : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজ হবে নান্দনিক শিক্ষাপ্রতিষ্ঠান
এদিকে তাঁর এই শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পরিবারের পক্ষ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচারিক প্রক্রিয়ায় সহানুভূতির আবেদন জানানো হয়েছে। উচ্চ আদালত থেকে ১১টি মামলায় জামিন পেলেও, নতুন মামলায় তাঁকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে— বলছে পরিবার।
এ বিষয়ে ঢাকা বারের জ্যেষ্ঠ আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, প্রবীণ ও অসুস্থ নেতাদের বিষয়ে বিশেষ নজর ও মানবিকতা রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আশা করা যায়।
বিডি/আলোকিত চট্টগ্রাম