সীতাকুণ্ডে লাইসেন্সবিহীন তিন করাত কলকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকায় তিনটি করাত কলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ‘পাহাড় কেটে’ ভবন—‘ডকইয়ার্ডে’ পরিবেশ নষ্ট, জরিমানা গুনল ৮ লাখ টাকা
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন আলাকিত চট্টগ্রামকে বলেন, লাইসেন্স না থাকায় সোনাইছড়ি ইউনিয়নের বাগদাদ স’ মিলকে ১০ হাজার টাকা, কুমিরা ঘোড়ামারা স’ মিলকে ১০ হাজার টাকা ও ভাটিয়ারী দি ইউনিক স’ মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত এসব করাতকলের কার্যক্রম বন্ধ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।