নগরের বন্দর এলাকায় লরির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে বন্দর ২ নম্বর গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পতেঙ্গায় ভবনের বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তরুণ
নিহত যুবকের নাম ইফতেখার হোসেন (২৯)। তিনি পাহাড়তলী থানার সিগন্যাল কলোনির ইউনুস মিয়া বিল্ডিংয়ের আবুল হোসেনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, আজ বিকাল ৫টার দিকে বন্দর এলাকায় লরির ধাক্কায় এক সাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।
আরবি