‘লঙ্কাকাণ্ড’—কবরের জায়গা নিয়ে গুলি-কোপাকুপি, আহত ১৩

পূর্ব বাকলিয়ায় কবরস্থানে নতুন সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১৩ জন।

আহতরা হলেন- মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫), মো. ফয়সাল (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)। এদের মধ্যে মো. মাসুদ, আবদুল্লাহ কাইছার, মো. মুরাদ ও মো. ফয়সাল গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে আবদুল্লাহ কাইছারের অবস্থান আশঙ্কাজনক বলে জানিয়েছে চমেক সূত্র।

শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় ১৮ নম্বর ওয়ার্ড পূর্ব বাকলিয়ার আবদুল লতিফ হাটখোলা এলাকায় বড়মৌলভী কবরস্থানে নতুন সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান বড় মৌলভী বাড়ি ও ইয়াকুব আলীর লোকজন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, ইয়াকুব ও ইলিয়াস দুজনেই কবরস্থানের জায়গা নিজেদের দাবি করে আসছেন। শুক্রবার এক পক্ষ সাইনবোর্ড দিতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে কয়েকজন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!