লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা আইনজীবীকে ১০ হাজার টাকা জরিমানা (কস্ট) করা হয়েছে। একইসঙ্গে রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৫ মে) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের দ্বৈত ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৫ এপ্রিল এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে জরুরি অবস্থা জারি ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয় সেজন্য নির্দেশনা চাওয়া হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটিকে বিবাদী করা হয়।
এদিকে আদালত বলেন, রিট করে তিনি (আইনজীবী আকন্দ) পত্রপত্রিকায় নিউজ দেন। কিন্তু মামলা তালিকায় আসার পর তিনি আর কোর্টে থাকেন না।
আলোকিত চট্টগ্রাম