সীতাকুণ্ডে লকডাউন চলাকালীন সরকারি নির্দেশনা অমান্য করায় ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে মামলা দিয়েছে মোবাইল কোর্ট। অভিযানে তাদের কাছ থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসনের নেতৃত্বে সীতাকুণ্ড পৌরসদর বাজার থেকে বড় কুমিরা পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।
ইউএনও বলেন, বিকাল ৩টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় ১১টি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
লকডাউনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
সালাউদ্দিন/ডিসি