লকডাউনেও চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী

চট্টগ্রামে লকডাউনও ঠেকাতে পারছে না করোনার বিস্তারকে। হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই লকডাউনের ভেতরই একদিনের ব্যবধানে চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে ৪৩ জন!

২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। অথচ এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ জন।

১ হাজার ১৩ নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ১৩৬ জন। সময়ে করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। একদিন আগে (মঙ্গলবার) মৃত্যু হয়েছিল ৪ জনের।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারিবেসরকারি ৭টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৯ নমুনা পরীক্ষায় ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩ নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

Yakub Group

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১টি নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৪ নমুনা পরীক্ষায় ৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭৪ নমুনা পরীক্ষায় ৩৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ল্যাবে ১৬০ নমুনা পরীক্ষায় ৪০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৭ নমুনা পরীক্ষায় ৩০ জন ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৫ নমুনা পরীক্ষায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে ৮৫ জন নগরের এবং ৫১ জন উপজেলার।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!