লংগদুতে বাড়ছে করোনা রোগী

রাঙামাটির দুর্গম উপজেলা লংগদুতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দুই দিনের ব্যবধানে আরো একজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এর আগে ৭ জুন এক সরকারি কর্মচারী ও ১৫ জুন এক প্রকৌশলীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। এ নিয়ে গত ১০ দিন র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৫ নমুনায় ৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভোকাল পার্সন তথাগত চাকমা বলেন, করোনার দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত লংগদুতে ২৫ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার (১৭ জুন) এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। দীর্ঘ নয় মাস পর আবারো লংগদুতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

জানা গেছে, উপজেলায় ভ্যাকসিনের জন্য নিবন্ধিত হয়েছেন ৩২০৫ জন। দুটি ডোজ সম্পন্ন করেছেন ১৫৩৭ এবং শুধুমাত্র ১ম ডোজ নিয়েছেন ২৫২৮ জন। প্রায় সাতশ’র মতো নিবন্ধন করেও টিকা গ্রহণ করেননি।

আরমান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!