হাটহাজারীতে ৫ লাখ টাকার গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (১৪ জুন) সকালে তাদের অনন্যা আবাসিক এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নুরুল আফছার (৪৮) ও তারেকুল ইসলাম (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার।
সূত্র জানায়, অক্সিজেন-কুয়াইশ লিংক রোডে বঙ্গবন্ধু এভিনিউ সড়কের পাশে অনন্যা আবাসিক এলাকায় চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামানোর সংকেত দেয় র্যাব। এ সময় সিএনজি থামিয়ে দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে র্যাব তাদের আটক করে।
সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে পেছনের আসনের খালি জায়গায় ৩টি ছাপা কাপড়ের বড় ব্যাগের ভেতর হতে আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেন্সিডিলসহ নগদ টাকা উদ্ধার করা হয়। সঙ্গে অটোরিকশাটিও জব্দ করা হয়।
আটককৃতদের হাটহাজারী মডেল থানায় হন্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
মনসুর/ডিসি