র‌্যাবের ফাঁদ—অস্ত্রসহ গ্রেপ্তার হলো বাকলিয়ার ‘সন্ত্রাসী’ মহিউদ্দিন জনি

বাকলিয়ার ‘সন্ত্রাসী’ মহিউদ্দিন জনিকে অস্ত্র-গুলিসহ আটক করেছে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সঙ্গে শেখ মো. শাকিল নামের এক সহযোগীকেও আটক করে র‌্যাব।

আটক জনি (৩৩) বাকলিয়া থানার চাক্তাই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। আর শাকিল (৩২) পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী এলাকার শেখ মোহাম্মদ ইউসুফের ছেলে।

আরও পড়ুন : ‘ভয়ঙ্কর’ সন্ত্রাসী কায়েস র‌্যাবের হাতে আটক

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

জানা যায়, নগরের রাজাখালী এলাকায় ২৭ জুন মহিউদ্দিন জনি অবৈধ অস্ত্র উঁচিয়ে শোডাউন দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর তার খোঁজে নামে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় শাকিল নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। এ ঘটনায় মিরসরাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!