রোহিত হত্যা: অবশেষে পুলিশের জালে ধরা সাহাবউদ্দিন

ছাত্রলীগ কর্মী রোহিত হত্যা মামলার অন্যতম আসামি সাহাবউদ্দিন ওরফে সাহাবুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) রাতে ভোলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাহাবুকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান।

এর আগে ১৮ জানুয়ারি মামলার আসামি মহিউদ্দিন ও বাবুকে গ্রেফতার করা হয়। তবে মহিউদ্দিন ইতোমধ্যে জামিনে বের হয়ে এসেছেন।

জানা যায়, সাহাবউদ্দিন ওরফে সাহাবু কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে পরিচিত।

গত ৮ জানুয়ারি পশ্চিম বাকলিয়া ডিসি রোডের কেডিএস গলিতে পূর্ব শত্রুতা এবং মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে রোহিতকে ছুরিকাঘাত করে মহিউদ্দিন, বাবু ও সাহাবু।

ঘটনার পরদিন আশিকুরের ভাই জাহিদুর রহমান বাকলিয়া থানায় মহিউদ্দিন, বাবু ও সাহাবুর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। পরে সেটি হত্যা মামলা হিসেবে রেকর্ড হয়।

এর আগে রোহিত দেওয়ানবাজার এলাকায় নৌকা প্রতীকের গণসংযোগে অংশ নেন। সেখানে থেকে ফেরার পথেই এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

৭ দিন পর ১৫ জানুয়ারি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। রোহিত ওমরগণি এমইএস কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!