রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুনের মামলায় ২৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. ইসমাইলের আদালত এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম বলেন, গত ১৩ জুন আদালতে ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে ১৫ জন কক্সবাজার জেলা কারাগারে আছে, ১৪ জন এখনও পলাতক।
আরও পড়ুন: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা—চার্জশিটে ২৯, কারাগারে ১৫
প্রসঙ্গত, ২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয় শিবিরের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠন কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।
ঘটনার পরদিন ৩০ সেপ্টেম্বর নিহতের ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে উখিয়া থানায় মামলা করেন।