রোহিঙ্গা ক্যাম্প রণক্ষেত্র—নিহত ৭

দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নিয়েছে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প। গোলাগুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও অন্তত ৭ জন।

শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ মুজিব নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। ক্যাম্প এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন: মুহিবুল্লাহ খুন—রাতের অভিযানে আটক ২ রোহিঙ্গা

১৮ নম্বর ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, কী কারণে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি।

সংঘর্ষে নিহতরা হয়েছেন বালুখালী-২ ক্যাম্পের মো. ইদ্রিস (৩২), বালুখালী-১ ক্যাম্পের ইব্রাহিম হোসেন (২২), ক্যাম্প-১৮’র আজিজুল হক (২৬) ও মো. আমীন (৩২), হাফেজ নুর হালিম, মৌলভী হামিদুল্লাহ ও নূর কায়সার।

তিনি বলেন, আরও সাতজনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!