দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নিয়েছে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প। গোলাগুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও অন্তত ৭ জন।
শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ মুজিব নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। ক্যাম্প এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন: মুহিবুল্লাহ খুন—রাতের অভিযানে আটক ২ রোহিঙ্গা
১৮ নম্বর ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, কী কারণে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি।
সংঘর্ষে নিহতরা হয়েছেন বালুখালী-২ ক্যাম্পের মো. ইদ্রিস (৩২), বালুখালী-১ ক্যাম্পের ইব্রাহিম হোসেন (২২), ক্যাম্প-১৮’র আজিজুল হক (২৬) ও মো. আমীন (৩২), হাফেজ নুর হালিম, মৌলভী হামিদুল্লাহ ও নূর কায়সার।
তিনি বলেন, আরও সাতজনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।