রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গোলাবারুদ, আরসার শীর্ষ নেতাসহ আটক ৫

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

রোববার (৯ জুন) রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে আটক বাকিদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র পাচার করে এনজিও কর্মী আরিফ

সোমবার (১০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী। তিনি বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এ অবস্থান করার খবরে অভিযান চালানো হয়। অভিযানে মৌলভী আকিজসহ ৫ জনকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যসহ আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm