দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে রোজা।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ (শনিবার) রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সেহেরি খেয়ে আগামীকাল (রোববার) থেকে রাখবেন রোজা।
আরও পড়ুন: চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যে, শনিবার থেকে রোজা
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, আগামী ২৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ (শনিবার) থেকে রমজান শুরু হয়েছে।
প্রসঙ্গত, ইসলামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।
আরবি