ফুটবল ইতিহাসে রোনালদোর রেকর্ডের খাতায় যোগ হল আরেকটি অর্জন। বুধবার রাতে সাস্সুয়োলো বিরুদ্ধে গোল করে জুভেন্টাসের হয়ে ‘গোলের সেঞ্চুরি’ করেন এ পর্তুগিজ ফরোয়ার্ডার।
খেলার প্রথমার্ধে বিরতির আগ মুহূর্তে গোলটি করেন রোনালদো। আঁদ্রিও রাজিওটের বাড়ানো বল নিয়ে ফাঁকায় এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জায়গা তৈরি করে বাঁ পায়ের প্লেসিংয়ে গোল করে নাম লেখান ইতিহাসের পাতায়। পরে তার দল অবশ্য ৩-১ গোলের ব্যবধানে জয় পায়।
রোনালদোর সাথে তার আরেক সতীর্থ পাবলো দিবালাও দেখা পেয়েছে ‘সেঞ্চুরির’। তবে ‘সিআর সেভেন’ এখানে একটু ব্যতিক্রম। তিনি তার তৃতীয় মৌসুমেই এ কৃতিত্ব দেখান। এর আগে যারা দলের হয়ে ১০০ গোল করেছিলেন তাদের সময় লেগেছিল চার মৌসুম।
এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে লিগে খেলা তিন ক্লাবের বিরুদ্ধে ১০০ গোলের মাইলফলক অর্জন করেছেন তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও গতকাল রাতে জুভেন্টাসের হয়ে গড়েন এ কৃতিত্ব।
আলোকিত চট্টগ্রাম