রেললাইনে রক্তাক্ত লাশ—উদ্ধার করল পুলিশ

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকার রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সীতাকুণ্ড জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: বিনোদনকেন্দ্র দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় লাশ হয়ে ফিরল মাদ্রাসার ছাত্র

স্থানীয়দের ধারণা রোববার রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন।

জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. তোফাজ্জল বলেন, বাঁশবাড়িয়া মগপুকুর এলাকার রেললাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন তা জানা যায়নি। নিহতের বয়স ৫৫ বছর হতে পারে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm