নবাগত স্টেশন মাস্টার (২০২২) ব্যাচকে সংবর্ধনা দিয়েছে রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম শাখা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় পাহাড়তলীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সমাবেশে ৯ দাবি
সংগঠনের বিভাগীয় সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. নেজাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ফরহাদ বিন জাফর চৌধুরী। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম মিঠু, রাশেদুল ইসলাম পাভেল, মো. বোরহান উদ্দিন, মো. ইকবাল হোসেন চৌধুরী, অভি সেন ও মো. ফরহাদুজ্জামান।
সিএম/আলোকিত চট্টগ্রাম