নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর ২০ তলা থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। আরিফ কবির (২৪) নামের ওই যুবক সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে হোটেলটির ২০ তলার ওপেন স্পেস থেকে লাফ দেন।
নিহত আরিফ কবির (২৪) ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই নুরুল আলম আশেক জানান, আরিফ কবির ডিনার করতে হোটেলটির ২০ তলার রেস্টুরেন্টে যান।
আরও পড়ুন: উপমন্ত্রী নওফেলের ‘এপিএস’ পরিচয়ে প্রতারণা, সেই শিহাব গ্রেপ্তার
সেখানে রেস্টুরেন্ট সংলগ্ন ওপেন স্পেস থেকে লাফ দেন তিনি। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, মোবাইলের কল রেকর্ড সংগ্রহসহ তদন্ত করে দেখছে বলে পুলিশ জানায়।