রেকর্ড জয়ে উঠল ইউরো কাপের পর্দা। উদ্বোধনী ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
এদিকে ইউরোর ইতিহাসে এবারই প্রথম তিন গোল করল ইতালি। গত নয় ম্যাচে তারা কোনো গোল হজম করেনি। সবমিলিয়ে ২৮ ম্যাচে অপরাজিত ইতালি।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে শুরু হওয়া ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল ইতালির। যার সুবাদে মিলেছে ৩-০ গোলের জয়। অবশ্য প্রথম গোলটি ছিল আত্মঘাতী। নিজেদের জালেই বল ঢোকান তুরস্কের ডিফেন্ডার মেরিহ দেমিরাল। এরপর গোল করেন ইতালির দুই ফরোয়ার্ড সিরো ইম্মোবিল ও লরেঞ্জো ইনসিগনে।
এই গ্রুপে ইতালির অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ওয়েলস। আগামী বুধবার রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে রবার্তো মানচিনির দল। গ্রুপে তাদের শেষ ম্যাচটি হবে ২০ জুন রাতে।
আলোকিত চট্টগ্রাম