রিয়াজউদ্দিন বাজারে আলু বেচতে কারসাজি, ধরা খেল ৩ প্রতিষ্ঠান

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আলু বিক্রিতে কারসাজি করতে গিয়ে ধরা খেয়েছে তিন প্রতিষ্ঠান।

সোমবার (১১ নভেম্বর) জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তাদের কারসাজি ধরা পড়ে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান।

জানা যায়, অভিযানে মূল্যতালিকা ও ক্রয় ভাউচার না থাকায় মেসার্স আকবর ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্যতালিকা হালনাগাদ না থাকা এবং বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স দাউদকান্দি বাণিজ্যালয়কে জরিমানা করা হয় ৬ হাজার টাকা। এছাড়া মূল্যতালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রয়সহ ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স আসিফ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : রিয়াজউদ্দিন বাজারে ডিমের দামে কারসাজি, মুরগিতেও

এ বিষয়ে সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, আজ সকালে রিয়াউদ্দিন বাজারে তদারকির সময় বেশকিছু প্রতিষ্ঠানে পণ্য ক্রয়-বিক্রয়ে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করায় হয়। এছাড়া বাজার কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্যদের সঙ্গে এসব বিষয়ে আরও সচেতন থাকার বিষয়েও মতবিনিময় হয়।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর সকালে রিয়াজউদ্দিন বাজারে বেশি দামে ডিম বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

এর আগে ৩ জুন মূল্যতালিকা সংরক্ষণ না করায় রিয়াজউদ্দীন বাজারের মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা, প্রণব ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং রিয়াজ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm