রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত ১

নগরের হালিশহরের পোর্ট কানেকটিং রোড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মসিউদৌল্লাহ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাসপিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মসিউদৌল্লাহ ফটিকছড়ির জাহানপুর এলাকার মৃত মফজ্জল মিয়ার ছেলে।

আরও পড়ুন: সড়কে পড়ে ছিলেন আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মসিউদৌল্লাহ সকালে ব্যক্তিগত কাজে ছেলের বাসা থেকে বের হন। তাসপিয়া কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি এসে ধাক্কা তাকে দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক আলোকিত চট্টগ্রামকে বলেন, হালিশহরের তাসপিয়া কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মসিউদৌল্লাহ। বেলা ১২টার দিকে তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm