কক্সবাজারের রামুতে পিকআপচাপায় প্রাণ হারিয়েছেন রাজারকুল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জুবাইর (৩৮)।
সোমবার (৬ জুন) সকাল ১১টায় রামু কলেজ গেইটের পশ্চিমে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জুবাইর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন: রামুতে রাতের খাবার খেয়েই হাসপাতালে বিকেএসপির ১৫ শিক্ষার্থী!
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজারগামী মোটরসাইকেল আরোহী জুবাইরকে পেছন থেকে আসা বালুবাহী পিকআপ চাপা দেয়। এসময় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে যায়। পরে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে রামু হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়নাল ও রামু থানার উপপরিদর্শক মো. মঞ্জু জানান, দুর্ঘটনার শিকার মো. জুবাইরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বলরাম/আরবি