চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাসে মদ পান করায় চার শিক্ষার্থীকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দিতে বলা হয়েছে শোকজের জবাব।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ৩টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চুয়েট প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন- ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ ও আমানত উল্লাহ। তারা সবাই যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
এর আগে গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন থেকে চুয়েট ক্যাম্পাসে ফিরছিল বাস। এ সময় মদ (হুইস্কি) পানরত অবস্থায় শিক্ষকদের হাতে ধরা পড়েন ওই চার শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন জরুরি সভা আহ্বান করে চুয়েট প্রশাসন।
সভায় ডিসিপ্লিন কমিটি মাদক প্রতিরোধ নীতিমালা চুয়েট-২০১৬ মোতাবেক তাদের এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার করে। একইসঙ্গে করা হয় শোকজ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে চার ছাত্রকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এসএ/আরবি