রাতের আঁধারে ঘরের তালা ভেঙে নিয়ে গেল টাকা—স্বর্ণ—ল্যাপটপ

মিরসরাইয়ে ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) রাতে উপজেলা সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামের সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের বাড়ির শাহেনারা আলম ভবনে এ ঘটনা ঘটে।

এসময় চোরেরা ঘরের তালা ভেঙে ৬ ভরি স্বর্ণ, ২টি ল্যাপটপ, নগদ ১ লাখ ১৬ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

আরও পড়ুন: রাউজানে মসজিদের তালা ভেঙে লুট

নুরুল আলমের প্রবাসী ছেলে মো. রাশেদুল আলম রিয়াদ জানান, আম্মাকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম। ঘরে কেউ না থাকার সুযোগে সোমবার রাতে চোরের দল আলমিরা, ওয়্যারড্রব তছনছ করে নগদ টাকা, স্বর্ণসহ প্রায় ৯-১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় থানা অভিযোগ দেওয়া হয়েছে।

জানতে চাইলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!