রাতের আঁধারে কৃষি জমির টপসয়েল কাটতে গিয়ে হাতেনাতে ধরা

হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটায় শিহাব আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

জাানা গেছে, ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত মুহুরির বাড়ি এলাকার উত্তর বিলে কৃষি জমির টপসয়েল কাটছিলেন শিহাব আলী । খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালায়। আজকের অভিযানে জমির টপসয়েলে কাটার দায়ে শিহাব আলী নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm