রাতের আঁধারে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চুরমার, রক্তাক্ত ৩

নগরের বায়েজিদ লিংক রোড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকসহ ৩ আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. সাকিব (২১), মো. মহিউদ্দিন (৪০) ও মোছাম্মৎ তাছনিম (২৫)।

জানা গেছে, বায়েজিদ লিংক রোড এলাকায় ঢাকা গ্রুপের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার অরোহীরা গাড়ির ভেতর গুরুতর আহত হয়ে আটকা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

চমেক পুলিশ ফাঁড়ির কর্মরত এসআই আশিক বলেন, বায়েজিদ লিংক রোডে দুর্ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। বর্তমানে ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm