রাতে অভিযানে নামল ম্যাজিস্ট্রেটের দল, বারকোড সুলতান ডাইনসহ ধরা নামিদামি রেস্টুরেন্ট

রাতে অভিযানে নেমেছেন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাত ৮টার পর দোকান খোলা রাখায় নগরের অনেক নামিদামি প্রতিষ্ঠানকে করেছেন জরিমানা

বুধবার (২৩ জুন) জেলা প্রশাসনের ছয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরজুড়ে এসব মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক কাজির দেউরি ও ২ নম্বর গেইটে অভিযান চালান। এ সময় তিনি সুলতান ডাইনকে ২ হাজার টাকা, বারকোড, লাইকি ও রয়াল হাটকে ১ হাজার টাকা এবং দারুল কাবাবকে ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী লালখানবাজারে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক আগ্রাবাদ এলাকায়,

মাসুমা জান্নাত জিইসি মোড়ে, মামনুন আহমেদ অনিক মুরাদপুরে এবং ইনামুল হক খুলশি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!