করোনার টিকায় আবার এলো সুখবর। কেটে গেল সোমবার (১৬ আগস্ট) থেকে টিকা দেওয়া নিয়ে অনিশ্চয়তা।
শনিবার (১৪ আগস্ট) রাতে চট্টগ্রাম পৌঁছেছে ৩ লাখ ৩৫ হাজার ২৮০টি টিকা। এর মধ্যে ১ লাখ ৯৯ হাজার ২০০টি সিনোফার্মার এবং ১ লাখ ৩৬ হাজার ৮০টি মর্ডানার টিকা।
আরও পড়ুন: করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর যা বলছে
এ নিয়ে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের ফেসবুক থেকে রাত ১০টা ৫৯ মিনিটে একটি পোস্ট দেওয়া হয়। যাতে টিকা আসার বিষয়টি তুলে ধরা হয়। পরে যোগাযোগ করা হলে টিকা আসার বিষয়টি আলোকিত চট্টগ্রামকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
আরও পড়ুন: ‘করোনার টিকা’ ঘরে বসে মারার ‘শখ’ মেটালো পুলিশ, ব্যাংকারসহ কব্জায় ২
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ডোজের অপেক্ষায় থাকাদের দেওয়া হবে সিনোফার্মের টিকা। আর মর্ডানার টিকা দেওয়া হবে শুধুই দ্বিতীয় ডোজ হিসেবে। তবে প্রবাসীদের জন্য এ নিয়ম থাকছে না।
আলোকিত চট্টগ্রাম