রাঙ্গুনিয়ার দশমাইল মুক্তিযোদ্ধা বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ‘লুকাকু’ ও ‘ডি মারিয়া’।
তবে এরা বেলজিয়ামের ফুটবলার রোমেরো লুকাকু ও আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়া নন। এরা হলো সুখ বিলাস খামারের দুটি গয়াল। বাজারে তোলার আগে তাদের নামকরণ করা হয়েছে দুই মাঠ কাঁপানো ফুটবলারের নামে। লুকাকুর দাম রাখা হয়েছে ৭ লাখ ও ডি মারিয়ার ৫ লাখ।
জানা গেছে, ‘সুখ বিলাস’ নামের গরু খামারটি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের। খামারে প্রায় ১০০টি গয়াল রয়েছে। তবে এখনো পর্যন্ত বিক্রি হয়েছে ২২টি।
সোমবার (১৯ জুলাই) কথা হয় সুখ বিলাস খামারের ম্যানেজার মো. ইয়াছিনের সঙ্গে। তিনি বলেন, বাজারে আনার পর লুকাকু ও ডি মারিয়া নামের গয়াল দুটি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছেন, অনেকে তাদের সঙ্গে ছবিও তুলছেন। গয়াল দুটিকে গত ৫ বছর ধরে খামারে লালন-পালন করা হয়েছে। ১৬ মন ওজনের লুকাকুর দাম ৭ লাখ রাখা হলেও ক্রেতা ৫ লাখ পর্যন্ত দর করেছেন। আর ১০ মন ওজনের ডি মারিয়ার দাম ৫ লাখ টাকা ধরা হলেও ক্রেতা হাঁকিয়েছেন ৩ লাখ।
তবে লুকাকু ও ডি মারিয়াকে কম দামে বিক্রি করবেন না বলে জানিয়েছেন মো. ইয়াসিন।
সিএম/ডিসি