রাঙামাটি থেকে চোলাই মদ এনে বেচে গোয়ালপাড়ার যুবক

নগরের কোতোয়ালীর গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ। এ সময় তার কাছ থেকে ১৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মো. আলী হোসেনের নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক বিপ্লব দাশ ওরফে মাছকাটা বিপ্লব সিআরবি গোয়ালপাড়া এলাকার বাসিন্দা।

গোয়েন্দা পশ্চিম বিভাগের পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, সিআরবি গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪০ লিটার দেশি চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, সে দীর্ঘদিন ধরে রাঙামাটি থেকে চোলাই মদ সংগ্রহ করে শহরের খুচরা ব্যবসায়ী ও মদ সেবনকারীদের কাছে বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Yakub Group

নওশীন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!