রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন গ্রেপ্তার

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম নগরের খুলশি এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অংসুইছাইন চৌধুরীর বাড়ি কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়ায়।

আরও পড়ুন : চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ১০ স্পটে রমরমা বালু-বাণিজ্য

কাপ্তাই থানার ওসি তদন্ত ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন জিআর মামলা নম্বর-১(১১)২৪ এর এজাহারনামীয় ১ নম্বর আসামি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার রাত সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকা থেকে একই মামলার এজাহারনামীয় ২২ নম্বর আসামি মো. জুনায়েদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকাইয়া কলোনি এলাকার বাসিন্দা। আসামিদের আজ (২১ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm