রাঙামাটিতে টিকা পাচ্ছেন ৩১ হাজার ৬০০ নারী-পুরুষ

সারাদেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে প্রথম ডোজ টিকা পাচ্ছেন ৩১ হাজার ৬০০ মানুষ।

জেলার ৪৯ ইউনিয়ন এবং রাঙামাটি ও বাঘাইছড়ি দুটি পৌরসভায় টিকা দেওয়া হচ্ছে। ২৫ বছরের ঊর্ধ্বে নারী ও পুরুষ এই টিকা গ্রহণ করছেন।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে রাঙামাটি ও বাঘাইছড়ি পৌরসভার ১৮টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করা হয়।

সকালে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা রাঙামাটির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে।

এদিকে নানিয়ারচর উপজেলার ৪ ইউনিয়নের ১টি কেন্দ্রে অগ্রাধিকার ভিত্তিতে ৬০০ জনকে টিকা প্রদান করা হচ্ছে।

মানিক/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!