রাউজান প্রেস ক্লাবের সাধারণ সভা—২৬ নভেম্বর নির্বাচন

রাউজান প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কার্যকরী কমিটি বিলুপ্ত এবং আগামী ২৬ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রাউজান প্রেস ক্লাবের মিলনমেলা

সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম ও প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, সহসভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমীর হামজা, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, লোকমান আনচারী, মো. আলাউদ্দিন, শাহাদাত হোসেন সাজ্জাদ ও রায়হানুল ইসলাম।

এদিকে সাবেক সভাপতি প্রদীপ শীল আহ্বায়ক করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে জিয়াউর রহমান যুগ্ম আহ্বায়ক, নেজাম উদ্দিন রানা সদস্য সচিব এবং রমজান আলী ও জাহাঙ্গীর নেওয়াজ সদস্য হিসেবে রয়েছেন।

এছাড়া সভায় বর্ষপঞ্জি প্রকাশনা ও বার্ষিক বনভোজন আয়োজনেরও সিদ্ধান্ত হয়।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm