রাউজানে ৪ ব্যবসায়ীর দণ্ড

রাউজানে ভোক্তা অধিকার আইন অমান্য করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার রমজান আলী চৌধুরী হাটে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা।

জানা যায়, অভিযানে দুই মুদির দোকানিকে ১০ হাজার টাকা, এক মাংস বিক্রেতাকে ২ হাজার টাকা এবং সবজি বিক্রেতাকে ২ হাজারসহ মোট ১৪ হাজার টাকার অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুন  : মিরসরাইয়ে ২ লোভী ব্যবসায়ীর শাস্তি 

এ বিষয়ে ইউএনও অংগ্যজাই মারমা বলেন, বাজারের দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোথাও অনিয়ম পেলে করা হচ্ছে জরিমানা। আজকের অভিযানে ভোক্তা অধিকার আইন অমান্য করায় রমজান আলী চৌধুরী হাটের ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিব সুশীলসহ বৈষম্যবিরোধী ছাত্রসমাজের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার উপজেলা সদর ফকিরহাটে মূল্যতালিকা সংরক্ষণ না করা, পচা-বাসি পণ্য বিক্রি এবং বেশি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অপরাধে ৬ ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm