রাউজানে হালদা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাহুল দাস (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধার অভিযান শুরুর আগেই রাহুলের মরদেহ পানিতে ভেসে উঠে। এরপর স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আনোয়ারায় ফাঁসিতে ঝুলল রাউজানের গৃহবধূ
রাহুল দাশ পশ্চিম গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজিমের ঘাট এলাকার সাধন জলদাসের ছেলে।
নিহতের জেঠাতো ভাই মিশু দাস বলেন, সকালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রাহুল। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। ডুবুরি দলের সদস্যদের উদ্ধার পক্রিয়া শুরুর আগেই তার মরদেহ পানিতে ভেসে উঠে।
স্থানীয়রা জানায়, নিহত রাহুল শারীরিক প্রতিবন্ধী। সাঁতার না জানায় তার মৃত্যু হয়েছে।
জানতে চাইলে রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ৯৯৯-এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ডুবুরিদের সহায়তা চাইলে তারাও রওনা দেন। কিন্তু ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছার আগে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা নদী থেকে উঠিয়ে নেয় এবং হাসপাতালে নিয়ে যায়।
এসএ/আরবি