রাউজানে একটি দেশি এলজি ও ২০ পিস ইয়াবাসহ মো. রুবেল নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সালেহ আহম্মদ ডাইভারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুন : সাতসকালে অস্ত্র বেচতে মইজ্জ্যারটেক যাচ্ছিল ২ যুবক, বাঁশখালীতে ধরা
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সালেহ আহম্মদ ড্রাইভার বাড়িতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে। এ সময় তার হাতে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে একটি দেশি এলজি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল।
এ বিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, অস্ত্র ও ইয়াবা নিয়ে আটক রুবেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
এসএ/আরবি