রাউজানে রাস্তা পার হতে গিয়ে লাশ গরু ব্যবসায়ী

রাউজানে অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় নুরুল আবছার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় রাউজান পৌরসভার জানালী হাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবছার রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরার শাহ আলম মুন্সি বাড়ির প্রয়াত আনসুর আলীর ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে রাতের আঁধারে লাশ কলেজছাত্র

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল পৌনে ৯টায় রাস্তা পার হওয়ার সময় মুন্সিরঘাটামুখী একটি সাদা প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান আবছার। তবে স্থানীয়রা উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, আমার বাবা গরুর ব্যবসা করেন। গরু কেনার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন। জানালীহাট এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm