রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নের মিরাপাড়া এলাকায় গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
এদিন স্থানীয় বাসিন্দ্বা ইউছুপ আলী গুন্নুর গোয়াল ঘর থেকে ৪টি উন্নতজাতের গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায় চোরের দল। অনেক খোঁজাখুঁজির পরও গরুগুলো পাওয়া যায়নি।
ইউছুপ আলী গুন্নুর ভাই জব্বার আলী বলেন, ২১ ফেব্রুয়ারি রাতে আমার ভাই ইউছুপ আলী গুন্নু গোয়ালঘরে গরু বেঁধে ঘুমাতে যান। পরদিন ভোরে গোয়ালঘরে ডুকে দেখেন গরু নেই। এরপর বিষয়টি তিনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীনকে জানান।
এদিকে একই রাতে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকার সাগর সরকারেরও তিনটি গরু চুরি হয়। পরে স্থানীয়রা চোরদের ধাওয়া করলে তারা গরুগুলো পাশ্ববর্তী ফসলি জমিতে রেখে চলে যায়।
রাউজান নোয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, গরু চুরির বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি।