রাউজানে রাতের আঁধারে এলোপাতাড়ি কোপাল যুবদল নেতাকে

রাউজানে রাতের আঁধারে নাছির উদ্দিন (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ নভেম্বর) রাতে তাকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আহত নাছির উদ্দিন উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়া গ্রামের নুর বক্স ড্রাইভার বাড়ির প্রয়াত দুদু মিয়ার ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপানোর পর নাছিরকে মৃত ভেবে ফেলে যায় । পরে স্থানীয়রাসহ তার পরিবারের সদস্যরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন : রাউজানের ৩ যুবককে কি অপহরণ করা হয়েছিল?

আহতের স্ত্রী বেদুরা বেগম বলেন, শনিবার রাত ৯টায় আমার স্বামী বাজার করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মুখোশধারী সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে মৃত ভেবে চলে যায়। পরে তার জ্ঞান ফিরলে চিৎকার করেন। এসময় আমি দৌড়ে গিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। বতর্মানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এদিকে আহত নাছির কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। তিনি বলেন, আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. আলমগীর আলোকিত চট্টগ্রামকে বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm