রাউজানে চাঞ্চল্যকর প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক হত্যা মামলার পলাতক আসামি মো. কায়সার (৩৫) লোহাগfড়া ধরা পড়েছেন।
রোববার (১১ মে) দুপুর সাড়ে তিনটার দিকে লোহাগাড়ার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭।
সোমবার (১২ মে) গণমাধ্যমে র্যাব-৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আরও পড়ুন : রাউজানে রুবেলের কাছে এলজি—ইয়াবা
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মো. কায়সার প্রবাসী মানিক হত্যার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আমিরাবাদে অবস্থানের খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল বালু ও কংক্রিট ব্যবসাকে কেন্দ্র করে উপজেলার গরিব উল্লাহপাড়ার ভান্ডারি কলোনির একটি ভাড়া বাসায় ১৩ থেকে ১৪ জনের একদল সন্ত্রাসী প্রবাসী মানিককে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে খুন করে। পরে ঘটনাস্থলে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এ ঘটনার পর ২১ এপ্রিল ভিকটিমের স্ত্রী রাউজান থানায় ১৭ জনের নাম উল্লেখসহ আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।
গ্রেপ্তার কায়সারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসএ/আরবি