ছেলের বিয়ের বাজার-সদাই করে দুপুরে বাড়ি ফিরেন রেশমি-রতন দে দম্পতি। ফিরে খাবার খেয়ে শুয়ে পড়েন তারা। চোখে ঘুম আসতে না আসতেই হঠাৎ আগুনের লেহিলান শিখা ছড়িয়ে পড়ে তাদের ঘরে। এসময় আসবাবপত্রসহ বিয়ের বাজার-সদাই, স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। একইসঙ্গে পুড়েছে মুল দে ও নিতাই দে’র ঘরও।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে ভয়বাহ এই আগুনের ঘটনা ঘটে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া রাখাল মাস্টার বাড়িতে।
আরও পড়ুন : রাতের আগুনে রাউজানে পুড়ল ৩ ঘর, যুবকের অবস্থা গুরুতর
আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। পুড়ে যাওয়া তিনটি ঘরের মধ্যে একটি মাটির ঘর এবং কাঁচাঘর।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
এ বিষয়ে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে তিনটি বসতঘর ভষ্মিভূত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে পরে জানা যাবে।
এদিকে রাউজানের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর নির্দেশনায় অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল।
এসএ/আরবি