রাউজানের পুকুরে ‘ভয়ঙ্কর’ সাকার ফিশ

এবার রাউজানের এক পুকুরে পাওয়া গেছে ‘ভয়ঙ্কর’ সাকার ফিশ।

উপজেলার গ্রামের একটি পুকুরে হাতজাল দিয়ে মাছ ধরার সময়ে দেশি মাছের সঙ্গে জালে ধরা পড়ে ১ কেজি ওজনের এ মাছ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরে মুহাম্মদপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের শাহাজাহান চৌধুরীর পুকুরে মাছটি পাওয়া যায়।

আরও পড়ুন : রাউজানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল আওয়ামী লীগ

মৎস্য বিজ্ঞানীদের মতে, এ মাছ চিংড়ি, কালি বাউস, মাগুর, শিং মাছসহ ছোট শামুক জাতীয় শক্ত খোলের প্রাণী খেয়ে সাবাড় করে ফেলে। জলাশয়ে খাদ্য সংকট করে। এছাড়া এর কাঁটাযুক্ত পাখনার আঘাতে অন্য মাছের শরীরে ক্ষত সৃষ্টি হয়। অন্যান্য মাছের জন্য হুমকি এ মাছ।

শাহাজাহান চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, সকালে বাড়ির সবাই নিজেদের পুকুরে হাত জাল বসিয়ে মাছ ধরছিলাম। এসময় দেশীর মাছের সঙ্গে জালে ধরা পড়ে এটি। মাছটির পুরো শরীর দেখতে কাঁটার মতো। পরে আমরা মাছটি আবারও আমাদের পুকুরে ছেড়ে দিয়েছি।’

সাকার ফিশের পুরো নাম মাউথ ক্যাটফিশ অথবা চোষক মুখী। বৈজ্ঞানিক নাম Hypostomus plecostomus। এটি একটি স্বাদুপানির মাছ। এটি ১৬ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। সেইসঙ্গে পানি ছাড়াই প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারে। দেশের বিভিন্ন এলাকায় এখন দেখা মিলছে ক্ষতিকর এ মাছের।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm