রমজানে হোটেল শ্রমিকদের মজুরি চালু রাখার দাবিতে চট্টগ্রামে সমাবেশ 

আসন্ন রমজানে হোটেল, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিকদের অবৈধ ছাঁটাই ও মজুরি কর্তন বন্ধ এবং ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

চট্টগ্রামে বিলস্ শ্রমিক সংহতি ফোরামের উদ্যোগে রোববার (৫ মার্চ) বিকেলে নগরের চেরাগি চত্বরে এ কর্মসূচি পালন করেন চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের নেতৃবৃন্দ।

বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিলস্ চট্টগ্রামের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএম নাজিম উদ্দিন।

যুব নেটওয়ার্কের নেতা ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, বিএলএফ চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল আবছার তৌহিদ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এএম নাজিম উদ্দিন বলেন, বছরের ১১ মাস মালিকের জন্য শ্রম দিলেও বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ হোটেল শ্রমিককে রোজার মাসে খালি হাতে বাড়ি ফিরতে হয়। হোটেল শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, রমজানে দিনের বেলায় হোটেল বন্ধ রাখার অজুহাতে নগরের অধিকাংশ হোটেল মালিক ৪০ শতাংশ শ্রমিককে ছাঁটাই কিংবা ছুটি দিয়ে দেয়। এক্ষেত্রে কিছু হোটেল ১৫ দিন বা পুরো মাসের বেতন দিলেও বাকিরা দেয় না। এমনকি ছুটি শেষে চাকরিতেও পুনর্বহাল করা হয় না অনেককেই।

বিশেষ অতিথি নুরুল আবছার তৌহিদ বলেন, রোজা এলেই ছাঁটাই আতঙ্কে থাকে চট্টগ্রামের হোটেল শ্রমিকরা। তাদের অভিযোগ, দিনে হোটেল বন্ধ থাকায় লোকসানের অজুহাতে মালিকরা অর্ধেক শ্রমিককে ১৫ দিনের বেতন কিংবা বিনা বেতনে ছুটি দিয়ে দেন। মালিক কর্তৃপক্ষ শ্রমিকদেরকে ঈদ বোনাস প্রদান করেন না।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিলস্ চট্টগ্রামের সিনিয়র কর্মকর্তা রিজওয়ানুর রহমান খান, পাহাড়ি ভট্টাচার্য, মানবাধিকার কর্মী শরীফ সোহান, বিলস্ সংগঠক হুমায়ুন কবির, শ্রমিক দলের নেতা অ্যাড. ইকবাল হোসেন, শ্রমিক লীগ নেত্রী সোনিয়া, শ্রমিক দলের নেত্রী শাহানাজ চৌধুরী মিনু, বিএলএফ চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম আরজু, মহানগর কমিটির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, বিভাগীয় যুব কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আমির হোসেন, বিলস্ সংগঠক হুমায়ুন কবির, বিপ্লব, শাহাদাত তালুকদার ও জাবেদ আলম।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm