চট্টগ্রামে বেপরোয়া পিকআপ রক্ত ঝরাল ৪ এইচএসসি পরীক্ষার্থীসহ ৬ জনের

মিরসরাইয়ে বেপরোয়া পিকআপের ধাক্কায় ৪ জন এইচএসসি পরীক্ষার্থীসহ ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— মিরসরাই কলেজের এইচএসসি পরীক্ষার্থী পূজা দে (১৮), রিয়া (২০) ও পথচারী মো. বেলাল (৫৫)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে পূজা এবং রিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন এবং বেলাল হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন : চকরিয়ায় বেপরোয়া বাস পিষে মারল কলেজছাত্রকে, রক্তাক্ত বন্ধু

এ বিষয়ে আহত পরীক্ষার্থী পূজা দে বলেন, আজ ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নয়দুয়ারিয়া এলাকায় আমাদের বহনকারী সেইফলাইনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এসময় আমরা বেশ কয়েকজন আহত হয়।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাহাত বলেন, আজ দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।

যোগাযোগ করা হলে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত বলেন, খবর পেয়ে নয়দুয়ারিয়া এলাকা থেকে দুর্ঘটনাকবলিত সেইফলাইন এবং পিকআপ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে গাড়ি দুটির চালক পালিয়ে গেছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm