রক্তে অর্জিত স্বাধীনতা আজ পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে: মেয়র

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বন্দর জাতীয় শোক দিবস পালন পরিষদ।

সম্প্রতি বন্দর পূর্ব কলোনির মোহাম্মদীয়া মাদ্রাসা মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও জেয়াফত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা আজ পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তাঁর হাত ধরেই অর্থনৈতিক মুক্তি পাচ্ছি আমরা। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে স্বরূপ উন্মোচন করার উদ্দেশ্যে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা দরকার। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্টের পূর্বে তৎকালীন সামরিক-বেসামরিক ও রাজনৈতিক নেতাদের ভূমিকা সামনে আনা প্রয়োজন।

আরও পড়ুন: ‘সংকটে আতঙ্কিত না হওয়ার পরামর্শ’ চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে ও চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দীন খান, প্যানেল মেয়র আফরোজা কালাম, ৩৭ নম্বর মুনির নগরের কাউন্সিলর আবদুল মান্নান, মোকাররম হোসেন মুকুল, জাকের আহমেদ খোকন, সৈয়দ আহমেদ, মোস্তাফিজুর রহমান, রেজা, খোন্দাকার মোহাম্মদ ইয়াকুব, আনিফুর রহমান লিটু, রেজাউল করিম রাজু, আশীষ কান্তি মুহুরী, আওরঙ্গজেব শিবলু, সাজ্জাদ  হোসেন চৌধুরী পাভেল, নুরুন্নবী পারভেজ, রঞ্জিত কুমার শীল, মো. লোকমান, জামিল আহেমদ মিলন, এফএ চৌধুরী, সাইফুর সোহেল, মাহাবুব আলম, মাহাবুব হোসেন, আকতারুজ্জামান ময়না, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিকি, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদুল হক চৌধুরীর মার্শাল, এম রাশেদ চৌধুরী, আবদুল্লা আল মামুন।

আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম রাসেল, এমরান হোসাইন, মো. ইসমাঈল, মো. মিজান, আজাদ, সাজ্জাদ আলী জুয়েল, ইমতিয়াজ সুমন, সালাউদ্দীন বাবর, ফরহাদ আবদুল্লা, মো. সোহেল, সালাউদ্দীন বাবর, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পি, রমজান আলী, ঈসমাঈল হোসেন, মাসুদুল আলম জিকু, শাহাজাহান বাপ্পি, তানিম হোসেইন, ফরিদ, মিন্টু আহমেদ, জনি, হানিফ, আলাউদ্দিন সোহেল, মো. মাসুম, ফিরোজ আলম, বায়েজিদ বোস্তামি, শিপন, হৃদয়, সোহেল, সাজ্জাদ হোসেন, শাহনেওয়াজ, শাহরিয়ার রুবেল, নুর হোসেন,  মোয়াজ্জেম, রোকন উদ্দিন, কৌশিক রায়, রিপাত,রাব্বি, রনি,রাশেদুল ইসলাম ইমু, রিয়াদ মাহমুদ, তুহিন, নুর ইসলাম, রাজু, ইমাম হোসেন, শামীম, জয় ,সিফাত, হারুন ,জিসান, দুর্জয়, তাহসিন, মাহবুব রহমান লিংকন, ইমাম উদ্দিন খোকন, ইমাম হোসেন রনি, এম রাসেদ, সৌরেন বড়ুয়া রিও, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, সামিউল ইসলাম, ইফতি।

আলোকিত চট্টগ্রাম

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!