রক্তাক্ত হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। চকরিয়ায় যাত্রীবাহী বাস, লবণবোঝাই ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে হয়েছে। এতে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রোববার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণহীন গাড়ির সংঘর্ষে রক্তাক্ত ৩, মুহূর্তেই বন্ধ লামা—চকরিয়া সড়ক
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
তবে স্থানীয়দের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সাফায়েত হোসেন।
মুকুল/ডিসি