দেশে কঠোর বিধিনিষেধের মধ্যে একরকম হঠাৎ করেই এসেছে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচলের সিদ্ধান্ত।
তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। শর্তটি হলো দেশের বিভিন্ন গন্তব্যে বাস ও লঞ্চ চলতে পারবে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত।
মূলত রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থেই সব ধরনের গণপরিবহন চালুর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (৩১ জুলাই) রাতে সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: করোনার ৭ দিন—‘হটস্পট’ রাউজান, হঠাৎ বাড়ছে পটিয়া-বোয়ালখালীতে
তথ্য বিবরণীতে বলা হয়, রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরআগে ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার অনুমতি দেয় সরকার। শুক্রবার (৩০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্তের পরই শনিবার সকালে থেকেই সড়ক ও নৌপথে নামে শহরমুখী মানুষের ঢল। দিনভর শ্রমিকদের ভোগান্তির পর রাতে মিলল নির্দিষ্ট সময়ের জন্য গণপরিবহন চলাচলের অনুমতি।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হওয়া এবারের ‘কঠোর বিধিনিষেধ’ চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।